বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নেওয়া হবে বলে জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার চট্টগ্রাম চেম্বারে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের প্রায় ২ লাখ জনশক্তি দেশটিতে সুনামের সঙ্গে কাজ করছে। বর্তমানে দেশটিতে আরও দক্ষ জনশক্তি প্রয়োজন। তাই ভবিষ্যতে বৈধপথে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নেওয়া হবে। এ ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে যৌথভাবে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং ম্যানেজমেন্ট এডুকেশন সেন্টার করা যেতে পারে।
রাষ্ট্রদূত আরও বলেন, ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইতালি। গত বছর বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পার করেছে। বাংলাদেশের ৭ম রপ্তানি বাণিজ্য কেন্দ্র ইউরোপিয়ান দেশটি। বাংলাদেশ থেকে প্রচুর তৈরি পোশাক রপ্তানি হয় সেখানে।
তিনি আরও বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী জি-২০ সম্মেলনে বায়োফুয়েল ইনিশিয়েটিভ এ স্বাক্ষর করেন। ফলে বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে।
এ ক্ষেত্রে ইতালি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে কারিগরি সহায়তা প্রদানে আগ্রহী। রাষ্ট্রদূত ব্যবসায়ীদের বাংলাদেশের মেশিনারিজ, আইসিটি এবং অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগের সম্ভাবনা উল্লেখ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post