করোনা ভ্যাকসিন তৈরি হওয়ার পর প্রায় ৭ লাখ ডোজ পাওয়ার পরিকল্পনা নিয়েছে ওমান। রবিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ আল সাইদী এই তথ্য জানিয়েছেন। ওমান নিউজ এজেন্সির জারি করা এক বিবৃতিতে আল সাইদী বলেন, “করোনা ভাইরাস ভ্যাকসিনের সাত লাখ ডোজ পাওয়ার চেষ্টা করে যাচ্ছে ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়। ভ্যাকসিনের পাশাপাশি টিকাদানের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের অবিচ্ছিন্ন সমন্বয় রেখেছে ওমান।”
আরো পড়ুনঃ ওমানের আকাশে নতুন সূর্য উকি দিচ্ছে
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা নিশ্চিত হওয়ার পরে মন্ত্রণালয়ের বিভিন্ন দিক থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ওমানে ভ্যাকসিন সম্পর্কিত গবেষণা উন্নয়নে অংশ নিতে চাইছে। যা নিশ্চিত হয়ে যাবে যে এটি তৈরির পরে এটি অর্জনের ক্ষেত্রে দেশের অগ্রাধিকার থাকবে।” সুত্রঃ ONA
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post