সোশ্যাল ক্লাবের আবেদনের প্রেক্ষিতে ওমান প্রবাসীদের লাশ পরিবহনে ৪৪ শতাংশ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান। এর আগে বিমানের ম্যানেজারের সাথে এ নিয়ে সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান – ভাইস চেয়ারম্যানসহ সিনিয়র কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন।
অবশেষে মানবিক বিষয় বিবেচনায় নিয়ে লাশ পরিবহনে বিমান ভাড়ায় ৪৪ শতাংশ ছাড় দিতে সম্মত হয় বিমান। ছাড়ের সুবিধাটি শুধুমাত্র বিমান ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওমানের কান্ট্রি অফিস থেকে এ খবর নিশ্চিত করা হয়।
লাশ পরিবহনে বিমান ভাড়া কমানোর বিষয়টি প্রবাসীদের দীর্ঘদিনের দাবির অন্যতম। প্রবাসী কমিউনিটির অন্য অনেক চাওয়ার মতো এই দাবী নিয়েও মাঠে বেশ সোচ্চার ছিলো প্রবাসীদের স্বার্থ নিয়ে কাজ করা সোশ্যাল ক্লাব।
সংস্থাটির বেশ চেষ্টা তদবিরের পর প্রবাসীদের মানবিক বিষয় বিবেচনায় লাশ পরিবহনে এই ছাড়ের পক্ষে রাজী হয় বিমান।
সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, বিমানের ওমান কান্ট্রি ম্যানেজার শরীফুল আলম এ পদক্ষেপে আন্তরিক সহযোগিতা করেছেন। এজন্য সংস্থাটির পক্ষ থেকে শরীফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
সংস্থাটি বলছে, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় প্রবাসীদের অন্যান্য সমস্যার সমাধানেও সোশ্যাল ক্লাব আন্তরিকভাবে কাজ করে যাবে। পাশাপাশি প্রবাসীদের নিয়ে মানবিক এই সংস্থাটির ভবিষ্যৎ পদক্ষেপ এবং সফলতার বিষয়ে ভীষণ আশাবাদী ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post