সৌদি আরবের ভিসা ইস্যু দ্রুততর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। সৌদি দূতাবাস বর্তমানে প্রতিদিন ৫ হাজার ভিসা ইস্যু করছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন বহুমুখী।
এই সম্পর্ক শুধু হজ ও ওমরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন বাণিজ্য, কালচার, প্রতিরক্ষা সহযোগিতা, জনশক্তি ইত্যাদি খাতেও সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে।
এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফর নিয়েও কথা বলেছিলেন সৌদি রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত জানান, আগামী বছর ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরে আসবেন। এ নিয়ে দূতাবাস অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তারও আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানালে যুবরাজ তা গ্রহণ করেন। এ নিয়ে ঢাকাকে ইতিমধ্যে সফর সংক্রান্ত স্বীকৃতিপত্র দিয়েছে রিয়াদ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post