কিছুদিন আগের কথা। গবাদি পশুর জন্য ঘাস কাটতে মাঠে যাচ্ছিলেন দিনমজুর ভাস্কর মাঝি। সেই সময় ৩০ রুপি দিয়ে লটারির টিকিট কেনেন তিনি। তারপর কাজকর্মে ভুলেই গিয়েছিলেন সেই টিকিটের কথা। গত রবিবার সেই লটারির ফল বেরোলো। আর ভাগ্য খুলে গেল ভাস্করের। কোটি টাকা জিতে নিলেন তিনি।
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ভাস্কর। সংসার চালাতে গিয়ে প্রতিদিন নাভিশ্বাস উঠত তার। মা, স্ত্রী, ছেলে, ছেলের বউ নিয়ে তার সংসার। প্রতিদিন এতগুলো মুখে কীভাবে দুই বেলা খাবার তুলে দেবেন সেই চিন্তাতেই অধিকাংশ সময় কাটত তার। কিন্তু ভাস্করের দিন এখন পাল্টে গেছে। খবর দ্য ওয়ালের।
ভাস্করের এমন ভাগ্য পরিবর্তনে উচ্ছ্বসিত পাড়া-প্রতিবেশীরা। জানা গেছে, অভাবের মধ্যেও পয়সা জমিয়ে লটারির টিকিট কিনতেন ভাস্কর।
যদিও এর আগে কখনোই বড় কোনও পুরস্কার জেতেননি। এবারই প্রথম সদয় হলেন ভাগ্যবিধাতা। অথচ কোনও প্রত্যাশা ছাড়াই সেদিন টিকিট কিনেছিলেন তিনি।
ভাস্কর জানিয়েছেন, লটারির টাকায় একটি পাকা বাড়ি বানাবেন। কিছু জমিও কিনবেন। আর বাকি টাকা সঞ্চয় করবেন ভবিষ্যতের জন্য।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post