দ্রুতগতির বুলেট ট্রেনের জন্য বিশ্বব্যাপী খ্যাতি চীনের। দেশটির যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে এসব ট্রেন। এবার চীনে দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থায় আরও এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। দেশটিতে সমুদ্রের ওপর নির্মিত রেললাইনে ছুটে চলে এমন একটি দ্রুতগতির ট্রেন চালু করা হয়েছে।
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের উপকূলে চলছে এই ট্রেন। ২৭৭ কিলোমিটার বা প্রায় ১৭২ মাইল দীর্ঘ রেলপথটি ঝাংঝো, জিয়ামেন ও ফুঝো শহরগুলিকে সংযুক্ত করে। এই রুটে চলাচলকারী ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বা প্রায় ২১৭ মাইল।
গত বৃহস্পতিবার এ পথে প্রথম দ্রুতগতির ট্রেন চালু হয়েছে। ওই দিন সকালে প্রাদেশিক রাজধানী ফুজহোউ শহর থেকে ছেড়ে যায় ট্রেনটি। এই রেলপথে মোট ৮৪টি সেতু ও ২৯টি টানেল রয়েছে। সেই সঙ্গে সমুদ্রের ওপরে এই ২০ কিলোমিটার বা প্রায় ১২ মাইল রেলপথটি বানানো হয়েছে। এটি চীনে প্রথম সমুদ্রের ওপর দিয়ে ছুটে চলা বুলেট ট্রেন।
চীনা রেলওয়ে জানিয়েছে, এই রেল লাইন নির্মাণে পরিবেশ বান্ধব ইস্পাত ব্যবহার করা হয়েছে। এছাড়া এ কাজে ব্যবহার করা হয়েছে বুদ্ধিমান রোবট। এই রেললাইনের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৬ সালে। ‘এইট হোরাইজন্টাল অ্যান্ড এইট ভার্টিক্যাল’ প্রকল্পের আওতায় এই রেললাইন নির্মাণ করা হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ফুজিয়ান প্রদেশের পর্বত ও সমুদ্রবেষ্টিত ভূপ্রকৃতি এই প্রকল্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post