গাড়ির হেডলাইট বন্ধ করতে বলায় এক বৃদ্ধকে চড় মেরেছিলেন পুলিশ সদস্য। আর সেই চড়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি তাকে।
গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে এ ঘটনাটি ঘটে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনার রাতে শহরের মাতা মন্দির এলাকায় গাড়ি চালিয়ে আসেন স্টেট রিজার্ভ ফোর্সের জওয়ান নিখিল গুপ্ত। তিনি তার বোনের বাড়ি বেড়াতে এসেছিলেন। তবে বোনের বাড়ি যাওয়ার আগে গাড়িটি রাস্তার ধারে পার্ক করেছিলেন তিনি।
অভিযোগ উঠেছে, অন্ধকার রাস্তায় দীর্ঘ সময় গাড়িটির হেডলাইট জ্বলছিল। আর এর উল্টো দিকে বসেছিলেন এলাকার বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব মুরলীধর রামরাওজি নেওয়ার। চোখে আলো পড়ায় গাড়ির কাছে গিয়ে হেডলাইট নিভিয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে আলো নেভাতে বলেছিলেন বৃদ্ধ। কিন্তু অনুরোধ শুনেই চটে যান নিখিল গুপ্ত। শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে বৃদ্ধকে জোরে চড় মারেন তিনি। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে যান বৃদ্ধ। তড়িঘড়ি করে স্থানীয় সরকারি হাসপাতালে নেয়া হলে গত শনিবার তার মৃত্যু হয়।
অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে খুনের চেষ্টাসহ একাধিক অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post