ফিলিস্তিনে প্রথম সৌদি রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। আল-সুদাইরি এবং তার সহগামী প্রতিনিধিদল মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে পৌঁছেছে। তাদের এ সরকারি সফর দু’দিনের মধ্যে শেষ হবে।
জর্দান থেকে কারামা ক্রসিং হয়ে মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে পৌঁছেছেন সৌদি রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি। তিনি ও তার প্রতিনিধিদলের সফর বুধবার শেষ হবে। এ সৌদি রাষ্ট্রদূতের ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির পাশাপাশি আব্বাস এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহের সাথে দেখা করার কথা রয়েছে।
এর আগে সোমবার ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি রাষ্ট্রদূতের সফরকে স্বাগত জানিয়েছে। এটিকে দু’দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক বলে বিবেচনা করেছে তারা।
ফিলিস্তিনে প্রথমবারের মতো সৌদি আরব একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। সোমবার নতুন রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছান। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও-এর নির্বাহী কমিটির মহাসচিব হোসেইন আল-শেখ সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিলেন, সৌদি রাষ্ট্রদূত সুদাইরি মঙ্গল ও বুধবার রামাল্লাহ সফর করবেন। দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে এই সফরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
রাষ্ট্রদূত নিয়োগের মধ্য দিয়ে দু’দেশের যৌথ সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলেও ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ রামাল্লাহ শহর থেকে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আপাতত সৌদি রাষ্ট্রদূতও সেখান থেকে কাজ করবেন।
গত ১৩ আগস্ট সৌদি আরব জর্দানে নিযুক্ত রাষ্ট্রদূত সুদাইরিকে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। পাশাপাশি পবিত্র জেরুসালেম শহরে একটি কনসাল জেনারেল অফিস খোলার কথাও জানায়।
ইসরাইল ওই সময় সৌদি আরবের এই ধারণা প্রত্যাখ্যান করে। ইসরাইল জেরুসালেম শহরকে নিজের রাজধানী বলে দাবি করে। তবে যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের উল্লেখযোগ্য কোনো দেশ জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ইসরাইল ফিলিস্তিনিদের জন্য জেরুসালেম শহরে কোনো ধরনের কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয় না।
আরও দেখুন:
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post