ওমানে করোনা বিস্তার রোধে পুনরায় দেশব্যাপী লকডাউন কার্যকর শুরু হয়েছে। কার্যকর হওয়া লকডাউনের নিয়ম অনুসারে ওমানে সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বাড়ির বাহিরে বের হতে পারবে না। এক লকডাউনটি ৮ আগস্ট পর্যন্ত থাকবে বলে সুপ্রিম কমিটি থেকে জানানো হয়েছে। সকলে লকউউন মেনে চলছে কিনা সেই বিষটি নিশ্চিত করার জন্য ওমানের বিভিন্ন অঞ্চলকে আরওপি’র চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাইদ আল আসমি বলেন, সন্ধ্যা ৭ টার পরে পায়ে হেঁটে বা গাড়ীতে করে বাড়ীর বাহিরে বের হওয়া একেবারে নিষিদ্ধ। এই আইন লঙ্ঘন করলে তাদের ১০০ রিয়াল জরিমানা করা হবে।
একেই বলে মূলত লকডাউন। ব্যস্ততম গোটা ওমান মাত্র একটি নির্দেশনায় মুহূর্তেই ঘুমন্ত একটি দেশে রূপান্তরিত হলো। রস্তাঘাট হাট বাজার সব ফাকা। কেউ বাসার বাহিরেও বের হতে সাহস করছেনা। শহরের অলিতে গলিতে পুলিশের মহড়া। কিছুক্ষন পরপর পুলিশের গাড়ির বহর সাইরেন বাজিয়ে হাঁকিয়ে যাচ্ছে। কেমন যেনো এক থমথমে অবস্থা বিরাজ করছে গোটা ওমানে। পুলিশের গাড়ীর সাইরেন শুনে এবং পুলিশের গাড়ীর মহড়া দেখে মনেহয় এ যেনো এক যুদ্ধের প্রস্তুতি।
নিম্নে ওমানের লকডাউনের কিছু স্থির চিত্র এবং কিছু ভিডিও চিত্র দেওয়া হইলোঃ
ওয়াদি হাত্তাত | ছবিঃ মোঃ ওমর ফারুক ওয়াদি হাত্তাত | ছবিঃ মোঃ ওমর ফারুক ছবিঃ আসিস কর্মকার ছবিঃ আসিস কর্মকার সালালাহ ৫নাম্বারের চিত্র। ছবিঃ জতুন মজুমদার সালালাহ ৫নাম্বারের চিত্র। ছবিঃ জতুন মজুমদার সালালাহ মাতাজা এলাকার চিত্র। ছবিঃ আব্দুল্লাহ আল মনসুর শিপাত সোহার লুলু মার্কেটের সামনের রাউন্ড বোর্ড এবং আশেপাশের চিত্র। ছবিঃ এইচ এম ওয়াসিম আহমেদ সোহার লুলু মার্কেটের সামনের রাউন্ড বোর্ড এবং আশেপাশের চিত্র। ছবিঃ এইচ এম ওয়াসিম আহমেদ সোহার লুলু মার্কেটের সামনের রাউন্ড বোর্ড এবং আশেপাশের চিত্র। ছবিঃ এইচ এম ওয়াসিম আহমেদ সোহার লুলু মার্কেটের সামনের রাউন্ড বোর্ড এবং আশেপাশের চিত্র। ছবিঃ এইচ এম ওয়াসিম আহমেদ আল-আজাইবার চিত্র। ছবিঃ আরিফ হোসেন আল-আজাইবার চিত্র। ছবিঃ আরিফ হোসেন আল-আজাইবার চিত্র। ছবিঃ আরিফ হোসেন
https://www.facebook.com/105965494441324/videos/597972887527955/?__so__=channel_tab&__rv__=all_videos_card
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post