ওমানে ফের মহামারী করোনায় মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। দেশটিতে আজ নতুন ১২ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের তুলনায় ৮ জন বেশি। শনিবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১০৬৭জন ব্যক্তি শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৯৫৯ জন ওমানি নাগরিক এবং প্রবাসী ১০৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭৪,৮৫৮ জন।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ১০৫৪ জন সহ সর্বমোট সুস্থ ৫৪,০৬১ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন পরীক্ষা করা হয়েছে ৩০৭৬ জন সহ এখন পর্যন্ত সর্বমোট পরীক্ষা হয়েছে ২,৯৩,৮০২ জন। নতুন ১২ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ৩৭১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৫৭০ জন এবং এদের মধ্যে ১৬৭ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৬৭ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সুত্রঃ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ পরবর্তী ফ্লাইটে ওমান থেকে যারা দেশে ফিরবেন
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৭৪ জনে। এর আগে শুক্রবার (২৪ জুলাই) মারা গিয়েছিল ৩৫ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২ হাজার ৯০ জনে। শনিবার (২৫ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post