ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের (এনসিএসআই) তথ্য অনুযায়ী, ওমানে প্রবাসী জনসংখ্যার এই বছর বড় একটি অংশ হ্রাস পেয়েছে। দেশটিতে মার্চে প্রবাসীর সংখ্যা ছিলো ১৬ লাখ ৬২ হাজার ১১৩ জন। এপ্রিলে এসে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৫ হাজার ৪১ জন। মে মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২২ হাজার ২৪১ জন এবং জুনে এসে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৮৮৩ জন।
দেশটিতে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রবাসীর সংখ্যা কমেছে এক লক্ষ ২২ হাজার ৯১৫ জন। গত তিন মাসে দেশটিতে প্রবাসীর সংখ্যা কমেছে ৫৫ হাজার ১৫৮ জন। ওমানে গত বছরের তুলনায় বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৬,৩০,৬৮১ থেকে কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৯০ হাজার ৭৪৮ জন। পাকিস্তানের সংখ্যা ২,০৭,৬৭৬ জন থেকে কমে দাঁড়িয়েছে এক লাখ ৯২ হাজার ৬৭৬ জন। ফিলিপিনোর সংখ্যা ৪৯,৪৫৬ জন থেকে কমে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫৩৭ জন। ভারতীয় নাগরিকদের সংখ্যা ৬,১৭,৭৩০ জন থেকে কমে দাঁড়িয়েছে ৫,৬৭,৩৪১ জন। গত ছয় মাসে প্রায় ৫০ হাজার ৩৮৯ জন প্রবাসী ওমান ছেড়েছেন।
পর্যবেক্ষক বিশ্লেষণ অনুসারে, গত ২২ ডিসেম্বর-২০১৯ইং দেশটিতে প্রবাসী জনসংখ্যা ছিল ১৯ লাখ ৭৪ হাজার ৫৯৮ জন। জানুয়ারিতে এসে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৬৩২ জন। ফেব্রুয়ারিতে কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ১৬৮ জন। তবে মার্চে আবার কমে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৩৬৯ জন। এপ্রিলে এসে দাঁড়িয়েছে ১৯ লাখ ২৫ হাজার ৩১৬ জন। মে মাসে ১৯ লাখ তিন হাজার ৪৫ জন। জুন মাছে ১৮ লাখ ৭৩ হাজার ১৭৩ জন। জুলাই মানে এসে দাঁড়িয়েছে ১৮ লাখ ২০ হাজার ৭০৪ জন এবং বর্তমানে ওমানির সংখ্যা ২৭ লাখ ২৪ হাজার ৪০৬ জন। দেশটিতে মোট জনসংখ্যা রয়েছে ৪৫ লাখ ৪৫ হাজার ১১০ জন।
আরো পড়ুনঃ ওমানের মাস্কাট এয়ারপোর্টে নতুন আইন জারী
ওমানের মাস্কাটে সবচেয়ে বেশি প্রবাসীর বসবাস। মাস্কাটে মোট প্রবাসীর সংখ্যা হলো ছয় লাখ ৮৩ হাজার ৪৬০ জন। ধোফারে এক লাখ ৭৮ হাজার ৯৫৯ জন উত্তর বাতিনায় দুই লাখ ২০ হাজার ৮৬৩। ওমানে বেসরকারি খাতে কাজ করছেন ১২,৫৯,৮১৪ জন প্রবাসী এবং সরকারি খাতে কাজ করছেন ৫২,৪৬২ জন প্রবাসী। সুত্রঃ ওমান ডেইলি
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post