ব্রিটেনে আগামী ৫ অক্টোবর থেকে স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ও কেয়ার ভিসায় সন্তান আনার ক্ষেত্রে নতুন একটি নীতিমালা কার্যকর হবে। নতুন এই নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে তার সঙ্গে নিয়ে আসা সন্তানের দেখভাল কে করবেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। বর্তমানে, স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ও কেয়ার ভিসার আবেদনকারীকে সন্তান আনার ক্ষেত্রে সন্তানের সঙ্গে সম্পর্ক ও বয়সের প্রমাণ আবেদনে যুক্ত করতে হয়। কিন্তু নতুন নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে তার সন্তানের দেখভাল কে করবেন, সেই বিষয়ে একটি বিস্তারিত পরিকল্পনা আবেদনে উল্লেখ করতে হবে।
এই নীতিমালা কার্যকর হলে আবেদনকারী কাজে বা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তার শিশুর দেখভাল কে করবেন, সেই কেয়ার ম্যানেজমেন্টের বিস্তারিত আবেদনে উল্লেখ থাকতে হবে। আবেদনকারী সিঙ্গেল প্যারেন্ট হলে এ দেশে টাকার বিনিময়ে তারা কেয়ারার রাখতে পারবেন, সে বিষয়টি প্রমাণ করতে হবে।
লন্ডনের চ্যান্সেরি সলিসিটর্সের কর্ণধার ব্যারিস্টার মো. ইকবাল হোসেন মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগে কেয়ার ওয়ার্ক পারমিট ও স্টুডেন্ট ভিসার আবেদনকারীকে সন্তান আনার ক্ষেত্রে সন্তানের সঙ্গে সম্পর্ক ও বয়সের প্রমাণ আবেদনে যুক্ত করতে হতো। কিন্তু আগামী ৫ অক্টোবর থেকে সব ধরনের নন-সেটেলড (অস্থায়ী) ভিসায় সন্তান আনার ক্ষেত্রে সেই সন্তানের দেখভাল ব্যবস্থাপনার বিস্তারিত পরিকল্পনা আবেদনে উল্লেখ করতে হবে।
তিনি জানান, একজন শিশু যদি শিক্ষার্থী ভিসায় আবেদন করে (১৮ বছরের কম বয়সী), সে ক্ষেত্রেও সমান নিয়ম প্রযোজ্য হবে। সিঙ্গেল মাদার ও ফাদারের ক্ষেত্রে এবং তাদের সন্তান আনার ক্ষেত্রে পেশাদার কেয়ারার দিয়ে সন্তানের দেখভালের সক্ষমতা আছে, সেটি প্রমাণ করতে হবে বলে এপেনডিক্স চিলড্রেন নামের নতুন নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, আবেদনকারীর কোনও স্বজন শিশুটিকে বাবা অথবা মা যখন কাজে বা বিশ্ববিদ্যালয়ে থাকবেন, তখন তিনি শিশুটিকে দেখভাল করবেন। তার ভিসাসহ সব বৈধতা রয়েছে, সেটি প্রমাণ করতে পারলেও একটি বিকল্প পথ হতে পারে।
সূত্র:বিবিসি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post