মহামারী করোনা প্রতিরোধে ওমানের সুপ্রিম কমিটি বৃহস্পতিবার সপ্তাহের শেষ বৈঠকে বেশকিছু নতুন নির্দেশনা জারী করেছে। বৈঠকে এখন থেকে ওমানের বেসরকারি হাসপাতালে পিসিআর পরীক্ষার জন্য ৪৫ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়। আজ ২৩ জুলাই সুপ্রিম কমিটির ১৩ তম বিশেষ প্রেস কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল-সাইদী একথা বলেন। তিনি বলেন, “আমরা ঠিক জানিনা কবে নাগাদ স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যাবে।” স্বাস্থ্যমন্ত্রী কনফারেন্সে জানান যে, করোনাভাইরাসে আক্রান্তের ৮২% ওমানী সিটিজেন। কনফারেন্সে ওমানের করোনাভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কে সর্বশেষ আপডেটগুলি সম্পর্কে কথা বলেন কমিটির সদস্যরা।
উক্ত সংবাদ সম্মেলনে নিম্নোক্ত সিদ্ধান্তাবলী কমিটির পক্ষ থেকে জানানো হয়:
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমানহারে বৃদ্ধি পাওয়াতে আমরা পুরো দেশে নতুন করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানি না কবে নাগাদ পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরু হবে এবং আমরা এও জানিনা কখন থেকে ভ্যাকসিন পাওয়া যায়। তবে স্বাস্থ্যমন্ত্রী জানান যে, আক্রান্তের সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি সংখ্যা কম, সাথে সাথে মৃত্যুর হারও কম। সুলতানাতের স্বাস্থ্য খাত এ ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে।
এমওসিআই-এর উপ-সচিব বলেন, ৩ টন বোঝাই ট্রাক যাতে দুধ, শাক-সবজি এবং মাংসের মতো পণ্য বহনকারী ট্রাক, জ্বালানী তেল বহনকারী যান এবং রান্নার গ্যাস বহনকারী ট্রাকগুলি কেবলমাত্র সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত লকডাউনকে কেন্দ্র করে বসানো চেকপয়েন্টগুলো অতিক্রম করতে পারবে।
এমওসিআই-এর উপ-সচিব জানান, কারখানাগুলো কেবল দিনের বেলাতেই কাজ করতে পারে এবং ২৪ ঘণ্টা যারা ফ্যাক্টরি পরিচালনা করতে চান তাদেরকে অবশ্যই বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নিতে হবে। রয়েল ওমান পুলিশ জানান, লকডাউন সময়কালে হাটা চলা হোক বা যানবাহনে চলাচলের বিষয় হোক মুভমেন্টের কোন অনুমতি দেওয়া হবে না। সাথে জানানো হয় যে, লকডাউন সিদ্ধান্ত লঙ্ঘনকারীকে ১০০ ওমানি রিয়াল (২২০০০ টাকা) জরিমানা করা হবে।
যোগাযোগ ও পরিবহণ মন্ত্রী জানান, বিমান সংস্থা বা তাদের অনুমোদিত সংস্থাগুলির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া সাপেক্ষে যে কেউ দেশের বাহির থেকে ওমানে ফিরতে পারবে। তার সাথে স্বাস্থ্যমন্ত্রনালয় থেকে জানানো হয়, ওমান আসতে হলে অবশ্যই তাকে নিজ দায়িত্বে ও নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরিবহণমন্ত্রী জানান, এক প্রদেশের শ্রমিকরা অন্য প্রদেশের চেকপয়েন্টগুলো অতিক্রম করার অনুমতি নেই, তবে প্রদেশের অভ্যন্তরে যে যার কর্মস্থলে যেতে পারবে।
আরও পড়ুনঃ ইয়েমেনে কিডন্যাপ ৫ বাংলাদেশী ওমান প্রবাসী নাবিক
ডঃ সাইফ আল আব্রি জানান, সুলতানাতে সবচেয়ে কম বয়সে মৃত্যুর রেকর্ডটি ২২ বছরের এক বালকের। তিনি বলেন, আমাদের বাচ্চাদের যত্ন বাড়াতে হবে এবং তাদের সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে হবে। ওমানে ১ মাস থেকে ১৪ বছর বয়সী ৪৫৮৩ শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
পরিবহণমন্ত্রী জানান, লকডাউন চলাকালীন সন্ধ্যা সাতটার পরে যাদের ফ্লাইট রয়েছে তারা বিমানের টিকিট এবং পাসপোর্ট উপস্থাপন করে বিমানবন্দরে যেতে পারবেন। তবে যাত্রীর সাথে শুধুমাত্র একজন ড্রাইভার থাকতে পারবে। যাত্রী ব্যতীত অন্যকেউ এয়ারপোর্টে যাওয়ার অনুমতি পাবেনা।
বৈঠকে সুলতানের সশস্ত্র বাহিনী জানান, চেকপয়েন্টগুলি অতিক্রম করার কোন সুযোগ নেই, তবে যাদের একান্তই ক্রস করার দরকার, তাদের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতিপত্র আনতে হবে।
আরো পড়ুনঃ ওমানে ৬মাসের ভিসার মেয়াদ সাময়িকভাবে স্থগিত
আল আসমি জানান, বিমানবন্দর বন্ধ থাকায় বিদেশে যারা ছয় মাসেরও বেশি সময় বাইরে অবস্থান করেছেন তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত বিশেষ অনুমতি অনুযায়ী ফিরতে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমানের ভ্যাকসিনটি পাওয়া গেলে আমরা সুরক্ষার জন্য পদক্ষেপগুলো দ্রুত শুরু করবো। তিনি বলেন, আমরা ভ্যাকসিনগুলির ক্লিনিকাল ট্রায়ালগুলিতে অংশ নেওয়ার আশা করি যাতে সেগুলি কেনার ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার থাকে। সুলতান কাবুস বিন সাইদের (র) আমলে ৩ মিলিয়ন ডলার দিয়ে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা আরম্ভ করেছিলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, জাতীয় জরিপ এর প্রথম পর্যায়ে ৪৬০০ জনের কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুনঃ পিসিআর পরীক্ষায় প্রস্তুত হচ্ছে ওমানের বিমানবন্দর
পরিবহণমন্ত্রী জানান, মাস্কাটের সাথে মুসান্দাম প্রদেশের ফ্লাইট এবং ফেরি যোগাযোগ অব্যাহত থাকবে। পিসিআর পরীক্ষাগুলির জন্য ৪৫ রিয়াল এর বেশি লাগবেনা এবং অ্যান্টিবডি টেস্টগুলি বেসরকারি হাসপাতালে ১৪ রিয়ালের বেশী নেওয়া যাবেনা বলে জানানো হয়।
সবশেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আশা করি এই নতুন লকডাউনের সময় সবাই যে যার অবস্থান থেকে সালতানাতকে সহযোগিতা করবে এবং ৮ ই আগস্টের পরে আমাদের আর লকডাউনের সময়সীমা বাড়ানোর দরকার হবেনা। সুত্রঃ ওমান ডেইলি
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post