ওমানে ভিসার মেয়াদ পূর্বের ছয় মাসের বাধ্যবাধকতার আইন সাময়িকভাবে তুলে দিয়েছে ওমান সরকার। ওমান থেকে বৈধভাবে দেশে ছুটিতে এসে আটকেপড়া প্রবাসীদের পুনরায় ওমান ফিরতেই এই ঘোষণা দিয়েছে ওমান সরকার। দেশে অবস্থানরত অবস্থায় ইতিমধ্যে যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকে নিজ নিজ স্পন্সর বা কোম্পানি দিয়ে ভিসা অতিসত্বর অনলাইনে নবায়ন করতে পারবেন।
এখন থেকে যেসকল ওমান প্রবাসী দেশে এসে করোনার কারণে আটকেপড়েছেন এবং এমতাবস্থায় যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে কিন্তু পুনরায় ওমান ফিরে আসতে চান, তাদের অবশ্যই প্রথমে অনলাইনে ভিসা নবায়ন করতে হবে। দেশটির বিমানবন্দরগুলি পুনরায় চালু হওয়ার পর তারা ওমান ফিরে আসতে পারবেন। বুধবার রয়েল ওমান পুলিশের (আরওপি) এক প্রবীণ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
বুধবার (২২-জুলাই) ওমানের জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমানের এক সংবাদে এই তথ্য নিশ্চিত করে খবর প্রকাশ করেছে। খবরে আরওপি’র বরাত দিয়ে বলাহয়েছে যে, “ভিসা নবায়ন ওমানে তার স্পন্সর (আরবাব) অথবা কোম্পানিকে দিয়ে করাতে হবে। স্পন্সর তার ভিসা নবায়ন করে একটি স্লিপ দিবে প্রবাসীকে। উক্ত স্লিপ এয়ারপোর্টে নিশ্চিত করবে যে তার ভিসা নবায়ন করা হয়েছে।
ওমানের জাতীয় রেডিওতে আলাপকালে পাসপোর্ট ও প্রবাসী অধিদপ্তরের সহকারী পরিচালক মেজর মোহাম্মদ বিন রশিদ আল হাবসি বলেন, “করোনা মহামারী চলাকালীন সময়ে রয়্যাল ওমান পুলিশ যে সুযোগ সুবিধাগুলি চালু করেছে, তার মধ্যে অন্যতম হলো অনলাইন ভিসা নবায়ন।”
আরও পড়ুনঃ ইয়েমেনে কিডন্যাপ ৫ বাংলাদেশী ওমান প্রবাসী নাবিক
তিনি আরও বলেন, “আরওপি দেশটিতে সমস্ত ভিসার স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুযোগগুলি সরবরাহ করার চেষ্টা করেছে। যেহেতু শারীরিকভাবে এই কাজটি করার জন্য পরিষেবাগুলি ১৯ মার্চ বন্ধ করে দেওয়া হয়। সেক্ষেত্রে প্রবাসীদের ওমানের বাইরে ১৮০ দিনেরও কম সময় কাটানোর প্রয়োজনীয়তা ছাড় দেওয়া হয়েছে। (পূর্বের ছয় মাসের বাধ্যবাধকতার আইনটা তারা সাময়িকভাবে তুলে দিয়েছে।) ” তিনি বলেন, “নিয়োগকারীদের স্পন্সর যারা তাদের ভিসা নবায়ন করতে চান তাদের সেই অনুযায়ী অধিদপ্তরের জেনারেলের কাছে যেতে হবে। করোনা বিস্তার সীমাবদ্ধ করতে আরওপি পরিষেবা অফিসগুলিতে লোকের ভিড় ও লোক জমায়েত রোধ করার জন্যও এই সুযোগগুলি সরবরাহ করা হয়েছে।”
আরও পড়ুনঃ পুনরায় ওমান যেতে অনলাইনে নিবন্ধন শুরু
আরওপির জনসংযোগ বিভাগ থেকে মেজর মোহাম্মদ আল হাসামি নিশ্চিত করেছেন যে, “বর্তমানে ওমানের বাইরে থাকা প্রবাসীদের রেসিডেন্স কার্ডগুলি নবায়নের জন্য স্পন্সরদের অবশ্যই প্রথমে তাদের রেসিডেন্স কার্ডকে অনলাইনে নবায়ন করতে হবে এবং তারপরে তাদের নবায়নের স্লিপ পাঠাতে হবে দেশে আটকেপড়া প্রবাসীর কাছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে নির্দিষ্ট ভিসার মেয়াদ ছয় মাস বাড়ানো। বিভিন্ন সংস্থার জন্য অনলাইন পরিষেবা একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। মেজর মোহাম্মদ বিন রশিদ আল হাবসি বলেন, “আরওপি একটি সুনির্দিষ্ট পদ্ধতির সাথে মিল রেখে ইলেকট্রনিক সেবা সরবরাহের জন্য কাজ করেছে, যা ইতিমধ্যে স্পন্সর ও পর্যটকদের ভিসা, ট্রানজিট ভিসা, জিসিসির বাসিন্দাদের প্রবেশ ভিসা ও একাধিক প্রবেশ ভিসার মতো কয়েকটি পরিষেবা অন্তর্ভুক্ত হয়েছে।
আরও পড়ুনঃ ওমানে করোনা পরীক্ষায় সরকারি মুল্য নির্ধারণ
এ ব্যাপারে ওমানের বাংলাদেশ কমিউনিটি নেতা নোমান মোহাম্মাদ বলেন, “অনেক প্রবাসী না বুঝে উল্টাসিদা প্রশ্ন করেন, আপনারা এটি না করে ঠিক কাজটি করে ওমানে আসার জন্য তৈরি থাকুন। শুধু শুধু আমার কি হবে আমার কি হবে এইসব প্রশ্ন করার দরকার নাই। অনলাইনে ভিসা রিনিউ করতে একটু ঝামেলা আছে। তবে টাইপিং এর দোকানে (সানাদ অফিস) গেলে তারা প্রক্রিয়াটা বুঝিয়ে দিবেন। যেই আরবাবের (স্পনসের) কান নাই নাক নাই (কাগজপত্র ঠিক নাই) তিনি অনলাইনে ভিসা নবায়ন করতে পারবেননা, ফলে তাদের অধীনস্থ প্রবাসীরা ওমানে নতুন ভিসা ছাড়া বর্তমান মেয়াদ উত্তীর্ণ ভিসায় ওমানে আসতে পারবে না।”
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post