ওমানের চাঁদ দেখা কমিটির প্রধান এই বছরের ১৪৪১ হিজরি ঈদ-উল আযহার দিন ঘোষণা করেছে। আগামী ৩১ জুলাই ঈদের দিন ধার্য করা হয়েছে। ওমানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ২১ জুলাই সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। কমিটির বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল সালামির সভাপতিত্বে ও ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ বিন সুলায়মান আল খলিলি উপস্থিত ছিলেন।
ঈদের দিন ঘোষণা করার সময় আরো উপস্থিত ছিলেন, খালিদ বিন হিলাল বিন সৌদ আল বুসাইদী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ড. মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাশমি, সুপ্রিম কোর্টের বিচারক শেখ আবদুলজালিল বিন মোহাম্মদ বিন আহমেদ আল কামালি, সুপ্রিম কোর্টের বিচারক শেখ মোহাম্মদ বিন সেলিম দাহমান আল নাহদীসহ আরো অনেকেই। কমিটি জানিয়েছে যে, চাঁদ দেখার ভিত্তিতে ওমানে আগামী ৩১ জুলাই ঈদ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ ওমান প্রবাসী ৫ বাংলাদেশী নাবিক কিডন্যাপ
এ উপলক্ষে আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ওমানের সুলতান হাইথাম বিন তারিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে মহান আল্লাহ তায়ালার কাছে দেশের বর্তমান পরিস্থিতি আরো উন্নত হওয়ার জন্য প্রার্থনা করেন। সুত্রঃ ওমান ডেইলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post