ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচ) পরিসংখ্যান অনুসারে ওমানে করোনা আক্রান্তের সুস্থতার হার প্রায় ৬৬ শতাংশ। মঙ্গলবার অবধি দেশটিতে ৬৯,৮৮৭ করোনা রোগীর মধ্যে ৪৬,৬০৮ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছে ৩৩৭ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রবীণ কর্মকর্তা বলেন যে, ওমানে করোনা ভাইরাসের বিস্তার রোধ করা অসম্ভব নয়। তবে সরকারের সামাজিক দূরত্বসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।
বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যে করোনায় সুস্থ বাড়ি ফেরত আসা রোগীর পরিসংখ্যানে দেখা গেছে সৌদি আরবে ৭৮ শতাংশ, কাতারে ৯৬ শতাংশ, কুয়েতে ৮৪ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ৮৬ শতাংশ এবং বাহরাইনে ৮৯ শতাংশ। তিনি আরো বলেন, করোনা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন যে কমিউনিটি ট্রান্সমিশনের কারণে অনেক স্বাস্থ্যসেবা কর্মী করোনায় আক্রান্ত হচ্ছে। যা সামগ্রিক কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।
আরও পড়ুনঃ ওমান ফিরতে প্রবাসীদের জন্য শুরু হয়েছে রেজিস্ট্রেশন
মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৪৮৭ জন, যাদের মধ্যে ১১৫৯ জন ওমানি নাগরিক এবং প্রবাসী ৩২৮ জন। নতুন সুস্থ হয়েছে ১৪৫৭ জন সহ সর্বমোট সুস্থ ৪৬,৬০৮ জন। দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট পরীক্ষা হয়েছে ২,৭৯,৪৪৬ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৫৮২ জন এবং এদের মধ্যে ১৬৯ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৬৯ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সুত্রঃ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post