ওমানে প্রচুর অভিযোগ জমা হচ্ছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়ে। সোমবার ওমান ডেইলির এক সংবাদে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওমানের জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে যে, গত জুন মাসে ওমানের জনশক্তি মন্ত্রণালয়ে এক হাজার ১৩২ টি অভিযোগ দিয়েছেন শ্রমিকরা। সেইসাথে বিভিন্ন দেশ থেকে কাজের সন্ধানে গত মাসে প্রায় সাত হাজারের বেশি আবেদন জমা পরেছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, “২০২০ সালের জুন মাসে কল সেন্টার যে কল সংগ্রহ করেছে তার সংখ্যা সাত হাজার ৪৪ টি। এক হাজার ৮৬৬ টি কল ছিলো চাকরির সুযোগ সম্পর্কিত বিষয় নিয়ে। আইন ও বিধিমালা সম্পর্কিত ৮৫৭ টি কল এবং লাইসেন্স সম্পর্কিত কলগুলির সংখ্যা ছিলো ৯২৩ টি। ২৫৮ টি কল ছিলো আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রিপোর্ট।”
আরও পড়ুনঃ পুনরায় ওমান যেতে যে নাম্বারে মেইল করবেন
বিবৃতিতে আরও বলা হয়, “৭১১ টি কল অনলাইনে পরিষেবাদির সুবিধাভোগীদের। নিয়োগ অফিসগুলির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কিত কলের সংখ্যা ছিলো ১৩৭ টি এবং ২৮ টি কল ছিল পরামর্শ ও অভিযোগ সম্পর্কিত।”
আরও দেখুনঃ দেশে এসে আটকেপড়া প্রবাসীরা পুনরায় যেভাবে ওমান যাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post