ওমানে কোনো নাগরিক যদি মাস্ক না পরে তাহলে তাদের এখন থেকে একশ ওমানি রিয়াল জরিমানা দিতে হবে। আগে যেটা ছিলো ২০ রিয়াল। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এর মতে, রবিবার সরকারী গেজেটের মাধ্যমে এই জরিমানা ৮০ রিয়াল বাড়ানো হয়েছে। রবিবার দেশটির বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এই খবর প্রচার করেছে।
এখন থেকে দেশটিতে অবস্থানরত জনসাধারণ কর্মক্ষেত্রে, বাণিজ্যিক ও শিল্পকর্ম, সরকারি ও বেসরকারি, পরিবহন এবং অন্যান্য জায়গায় মাস্ক না পরলে এই জরিমানা করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে ওমানের পুলিশ ও শুল্ক পরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শারিকি করোনা পরিস্থিতিতে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের নিয়ে বিধিবিধান সম্পর্কিত আইনের পূর্বের বিধান সংশোধন করে নতুন এই আইন জারি করেন।
https://www.facebook.com/ProbashTime2/videos/573873350164900/
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post