করোনাকালীন এই সময়েও থেমে নেই আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানকারীদের অবৈধ কারবার। শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯২ লাখ ৫০ হাজার টাকা দামের ১ কেজি ৮৫০ গ্রাম স্বর্ণসহ জেদ্দা থেকে আগত এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট কাস্টম হাউজ। ডিসিএইচ’র সহকারী কমিশনার সোলাইমান হোসেন সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেদ্দা থেকে আসা ফ্লাইটের যাত্রী জসিমের ওপর নজরদারি করা হয়।
গ্রিন চ্যানেলে নজরদারী ও তল্লাশির একপর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকে জেদ্দা থেকে আগত ফ্লাইট নং-SV 3808 এর যাত্রী মোহাম্মদ জসিমকে তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভিতরে থাকা চারটি কসমেটিকসের কৌটার মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৮৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৯২ লাখ ৫০ হাজার টাকা। আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post