মহামারী করোনাভাইরাসের আঘাতে বিশ্ব অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। ব্যক্তিগত জীবনে নেমে এসেছে অভাব-অনটন। আমিরাতেও বেশ কিছুদিন থেকে সীমিত হয়ে আসছে কাজের পরিধি। এমন অবস্থায় আমিরাত সরকার দেশটিতে বসবাসরত মানুষের সুবিধার জন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ১০ মিলিয়ন মানুষের জন্য খাবারের প্যাকেজ ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর ঘোষিত ১০ মিলিয়ন খাবারের প্যাকেজ থেকে খাবার পেতে চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য আমিরাত আইডি কার্ড ও মাকানি নম্বর লাগবে।
উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে আমিরাতে এখন পর্যন্ত ৯ হাজার ২৮১ জন আক্রান্ত হয়েছে। আর দেশটিতে এ ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ গেছে ৬৪ জনের।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post