ওমান থেকে ছুটিতে দেশে এসে আটকেপড়া প্রবাসীরা পুনরায় ওমানে ফিরতে পারবেন বলে জানিয়েছেন দেশটির বিমানবন্দরের এক কর্মকর্তা। বুধবার এই বিষয়টি নিয়ে একটি সংবাদ প্রচার করে ওমানের জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমান। সংবাদে বলা হয়েছে যে, এখন থেকে ওই দেশের ওমান দূতাবাসের কাছ থেকে অনুমোদন পেলে আটকে পড়া প্রবাসীরা ওমানে ফিরে আসতে পারবে, বুধবার ওমান বিমানবন্দরের এক কর্মকর্তা টাইমস অব ওমানকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরের ওই কর্মকর্তা বলেন, “আমি ওমানের বাইরে আটকা পড়া প্রত্যেককে ওই দেশের ওমান দূতাবাসের সাথে যোগাযোগ করার পরামর্শ দেব।”
আরও পড়ুনঃ দেশে রেমিট্যান্স প্রেরণে বিশ্বের ৬নাম্বার অবস্থানে ওমান
উল্লেখ্য: ওমান থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন বহু বাংলাদেশী প্রবাসী। লকডাউনের কারণে এদের অনেকেরই ভিসার মেয়াদ এবং টিকেটের মেয়াদ চলেগেছে। এমতাবস্থায় তাদের পুনরায় ওমান ফিরে যাওয়ার ব্যাপারে বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে এমনটাই জানিয়েছেন ওমান বিমানবন্দরের ওই কর্মকর্তা।
এদিকে আজথেকে (১৫-জুলাই) ওমানে অনলাইনে ভিসা নবায়ন বন্ধ ঘোষণা করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। বুধবার আরওপি’র বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক ওমান ডেইলিতে এই সংবাদ প্রচার করেছে। এতে বলা হয়েছে, এখন থেকে ওমানে প্রবাসীরা তাদের ভিসা নবায়নের জন্য পূর্বের মতো পুলিশ সার্ভিস সেন্টারে যেয়ে এরপর ভিসা নবায়ন করতে হবে। এতে আরও বলা হয়, আজ থেকে ভিসা নবায়নে বিলম্ব মাশুল দিতে হবে আগের মতই। কেউ যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তার রেসিডেন্স কার্ড/পতাকা নবায়ন না করে, তাহলে এখন থেকে বিলম্বের জন্য জরিমানা আরোপ করা হবে, তবে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছে আরওপি।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post