নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণে বাধা সৃষ্টি করে স্থানীয় একটি প্রভাবশালী। তবে এরই মধ্যে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছে।
অভিযুক্তরা হলো- স্থানীয় সাতগ্রাম ইউনিয়নের সখেরগাঁও টেকপাড়া এলাকার সহিদুল্লাহর ছেলে আশিক (২০), ফজল ওরফে ফজার ছেলে ছরহাব (২৮), মস্তফার ছেলে হিমেল (২৬), শেরুর ছেলে এনামুল (২৫) একই এলাকার মনির হোসেনের ছেলে সুজন (২৪)। এ ঘটনায় পুলিশ টেকপাড়া এলাকার ফজল ওরফে ফজার ছেলে ছরহাবকে গ্রেপ্তার করেছে। অন্য অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এজাহারে সূত্রে জানা যায়, ২১শে সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মামলার বাদী নির্যাতিতার মা ঘরে বাইরে বের হন। আগে থেকেই ঘরের বাইরে ওত পেতে থাকা ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে তার বসতঘরে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় মেয়ে চিৎকার দিলে মা ঘরে আসলে দুষ্কৃতকারীরা বিবাদীকে ভয়ভীতি দেখায়। পরে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
নির্যাতনের শিকার নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাপাতালে চিকিৎসাধীন। এজাহারে আরও উল্লেখ করা হয়, নির্যাতনের শিকার মেয়ের স্বামী প্রবাসী হওয়ায় বিয়ের পর থেকে তার সন্তান নিয়ে তিনি বাবার বাড়ি সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়ায় মায়ের সঙ্গেই বসবাস করে আসছিলেন।
অভিযোগ রয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণে বাধা সৃষ্টি করে স্থানীয় প্রভাবশালী একটি মহল। মামলা করার পরও তাদের নানাভাবে হুমক-ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকে বলেন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃটান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপকভাবে প্রভাব পড়েছে; এটি সামাজিক অবক্ষয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব বলেন, এরই মধ্যে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post