ব্যাংক ও মোবাইল ফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এখন থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার – পিএসপির মাধ্যমেও দেশে সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা। সনদপ্রাপ্ত পিএসপির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে রপ্তানি আয় সংগ্রহ করতে পারবে।
এক্ষেত্রে প্রবাসীদের স্বজনরা ব্যাংক ও এমএফএসের মাধ্যমে পাঠানো রেমিট্যান্সের সঙ্গে যে আড়াই শতাংশ প্রণোদনা পান, সেই সুবিধাও পাবেন। তবে এসব প্রতিষ্ঠানের নিজস্ব আউটলেট না থাকায় তারা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স স্বজনদের কাছে পৌঁছে দেবেন। এই সেবার জন্য কোনো বাড়তি চার্জও যুক্ত হবে না। মঙ্গলবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদিন ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো রেমিট্যান্স আনতে পারতো। নতুন নির্দেশনার পর পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররাও রেমিট্যান্স আনতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের পরিচালক মো. সারওয়ার হোসেন বলেন, ব্যাংক ও এমএফএসের পাশাপাশি রেমিটেন্স সংগ্রহ করতে নতুন মাত্রা হিসেবে যোগ হলো পিএসপি। এতে রেমিট্যান্স সংগ্রহকারী প্রতিষ্ঠান বেড়ে যাওয়ায় সেবার পরিধিও বাড়লো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post