আগামী দিনের চ্যালেঞ্জকে সামনে রেখে যাত্রী সেবা বাড়াতে কাজ চলছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরই অংশ হিসেবে যাত্রীদের জন্য চালু হয়েছে ফ্রি ইন্টারনেট সেবা। তবে অনেকেই না জানার কারণে এই সেবা নিতে পারছেন না।
বিমানবন্দর সূত্র জানায়, বর্তমানে চারটি কোম্পানি (এডিএন টেলিকম, ব্র্যাক নেট, আমোরা এবং বেক্সিমকো)। বহির্গমন এবং আগমন উভয় জায়গাতেই ইন্টারনেট সেবা দিচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েব পোর্টালে বিনামূল্যে ইন্টারনেট সেবা নেয়ার প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে।
যেভাবে পাবেন ফ্রি ইন্টারনেট সেবা
ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে একজন যাত্রীকে বিমানবন্দরের ওয়াইফাইয়ের সঙ্গে নিজের ডিভাইস কানেক্ট করতে হেল্প ডেস্কে মোবাইল নম্বর এবং নাম দিতে হবে।
ফিরতি বার্তায় যাত্রী একটি স্বয়ংক্রিয় (OTP) নম্বর পাবেন এবং এর মাধ্যমে যাত্রী ফ্রি ইন্টারনেট পরিষেবা পাবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post