সৌদি আরব থেকে মানবিক সহায়তা নিয়ে প্রথম ফ্লাইট শনিবার বন্যা কবলিত লিবিয়ায় রওনা হয়েছে। সৌদি সরকারি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।
খবর অনুসারে, বিমানটি ৯০ টন আশ্রয় ও খাদ্য সামগ্রী রয়েছে। সহায়তা ভর্তি বিমানটি বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, লিবিয়ান রেড ক্রিসেন্টের সাথে সমন্বয় করে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সাহায্য বিতরণ করা হবে।
এর আগে সৌদি আরবের বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রকে (কেএসরিলিফ) লিবিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।
আরও পড়ুন :>> লিবিয়ায় কেয়ামতের আলামত, নিশ্চিহ্ন শহর, ২০ হাজারের মত প্রাণহানি!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post