হাজার বছর পুরোনো এই দেহাবশেষ দেখে বিস্মিত হয়ে পড়েছেন গবেষকরা। সম্প্রতি মেক্সিকো শহরে এলিয়েন বিষয়ক বিশেষজ্ঞ জেইমি মসানের আবিস্কৃত এই দেহাবশেষ প্রদর্শন করা হয়েছে। ইউএফও জেইমির দাবি, এই মরদেহগুলো ভিন্নগ্রহের প্রাণীর।
এই প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন ইউএফওপ্রেমীরা। দেহাবশেষগুলো দেখে তারা সন্দিহান হয়ে পড়েন। মনে উঁকি দেয় `এলিয়েন‘ থাকার সম্ভাবনার বিষয়টি। অনেক আগে থেকেই রহস্যময় প্রাণী নিয়ে আগ্রহ রয়েছে জেইমি মসানের। পেশায় সাংবাদিক এই ব্যক্তি পেরুতে মরদেহ দুটি আবিষ্কার করেছিলেন বলে দাবি করেন।
অদ্ভূত দেখতে এই দেহাবশেষগুলো এক হাজার বছর পুরোনো বলে ধারণা করা হচ্ছে। এগুলো মানুষের মতো দেখতে হলেও পুরোপুরি একরকম নয়। প্রদর্শনীতে একটি কাঁচের ঘরে এই দুটি দেহাবশেষ রাখা হয়। পেরুর সুসকোতে প্রথম এই দেহাবশেষের সন্ধান মেলে।
জেইমি বলেন, সম্প্রতি অটোনমাস ন্যাশনাল ইউনিভার্সিটি অব মেক্সিকোতে দেহাবশেষগুলোর বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়েছে। তিনি দাবি করেন, পৃথিবীর বিপ্লবের ইতিহাসে এই ধরনের ডিএনএ পাওয়া যায়নি। যদিও কোনো ইউএফও বিধ্বস্ত হয়ে তাদের আবিষ্কার হয়নি বরং মাটির গভীর থেকে উদ্ধার করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post