কর্মক্ষেত্রে প্রায় হয়রানির শিকার হয়ে থাকেন নারীরা। এতে এবার নতুন তথ্য দিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তারা বলছে, অপারেশন কক্ষেও নারী সার্জনরা পুরুষদের দ্বারা যৌন হয়রানির শিকার হচ্ছেন। কখনো কখনো ধর্ষণের মতো ঘটনাও ঘটছে। বিসিসি জানিয়েছে, সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কর্মীদের ওপর বিষয়টি নিয়ে গবেষণা করা হয়েছে। ইউনিভার্সিটি অব এক্সেটার, ইউনিভার্সিটি অব সারে, ওয়ার্কিং পার্টি অব সেক্সুয়াল মিসকন্ডাক্ট ইন সার্জারি (ডব্লিউপিএসএমএস) যৌথভাবে এ নিয়ে গবেষণা করেছেন। এতে এমন ঘটনা উঠে এসেছে। এমনকি ভুক্তভোগী কয়েকজন নারীর সাথে কথা বলেছেন গবেষকরা।
গবেষকরা জানান, অপারেশন কক্ষে জ্যেষ্ঠ পুরুষ সার্জনদের দ্বারা শিক্ষানবিশ নারী সার্জনরা হয়রানির শিকার হচ্ছেন। এনএইচএস হাসপাতালে নারীদের এমন ঘটনা ঘটছে। এখন বিষয়টিকে সেখানে ওপেন সিক্রেট বলে উল্লেখ করা হয়েছে। গবেষণায় যেসব তথ্য বেরিয়ে এসেছে তা নিয়ে মন্তব্য করেছে ইংল্যান্ডের দ্য রয়্যাল কলেজ অব সার্জনস। তারা বলছে, এমন ঘটনা ‘সত্যিই বেদনাদায়ক’।
বিবিসি জানিয়েছে, গবেষণায় অংশ নেওয়া তিন ভাগের দুই ভাগ নারী বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে টার্গেট করেই তাদের যৌন হয়রানি করা হয়। এক-তৃতীয়াংশ নারী জানিয়েছেন, তারা গত পাঁচ বছরে সহকর্মীদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন।
ভুক্তভোগী এক নারী বলেন, এ নিয়ে হইচই করে লাভ হবে না বলে আমার মনে হয়েছে। বিষয়টি এখন গা সওয়া হয়ে গেছে। তবে এমন ঘটনা আমার আমার জীবনে দীর্ঘ প্রভাব রেখে গেছে। এটি আমার জীবনে ভয়ংকর দুঃস্বপ্ন হয়ে আসে। কখনো কোনো রোগীকে প্রস্তুত করতে এ ভয়াবহ স্মৃতি আমাকে নাড়া দেয়।
গবেষণায় অংশ নেওয়া নারীরা জানান, ক্যারিয়ার শেষ হয়ে যাবে এমন আশঙ্কায় তারা বিষয়টি প্রকাশ করেননি। এ ছাড়া এনএইচএস ব্যবস্থা নেবে এমন আস্থাও তাদের ছিল না। ফলে তারা বিষয়টি নিয়ে কোথাও মুখ খোলেননি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post