মা ও ছেলেকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী আবদুল করিম মামুন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন স্কুলমাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। তাদের এমন অবতরণ দেখতে সেখানে ভিড় জমান হাজার উৎসুক জনতা। এ সময় এলাকাবাসী মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রবাসী আবদুল করিম মামুন উপজেলার আমিশা ইউনিয়নের আবির পাড়ার বাসিন্দা। এ সময় তার সঙ্গে ছিলেন মা রোকেয়া বেগম ও ছেলে আবদুল্লাহ আল জাবেদ।
প্রবাসী মামুন বলেন, আমি দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার একটি শহরে ব্যবসা করে আসছি। দেশের প্রতি আমাদের অনেক ভালোবাসা। অনলাইনে প্রবাসীর হেলিকপ্টারে অফার পেয়ে এ সুযোগ গ্রহণ করে এভাবে বাড়ি আসি। আগামী কিছু দিন এলাকায় থাকবো। এরপর রেমিটেন্স যোদ্ধা হিসেবে আবার প্রবাসে পাড়ি দেব।
তবে তিনি অভিযোগ করেন, দক্ষিণ আফ্রিকা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে বিনা কারণে প্রায় ২ ঘণ্টা দেরি করানো হয়েছে। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, প্রবাসীর বড় ভাই ইসমাইল হোসেন টিটুসহ গ্রামবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post