ওমানে করোনা ভাইরাসের ঔষধ আবিষ্কারের ক্ষেত্রে কোনো ভুয়া, বিভ্রান্তিমূলক তথ্য বা মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সর্ব সাধারণকে সতর্ক করেছে দেশটির পাবলিক প্রসিকিউশন। শনিবার (১১-জুলাই) দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমানের এক সংবাদে এমন তথ্য জানানো হয়েছে। ওমানের পাবলিক প্রসিকিউশন জারি করা এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ এবং ৩ বছরের কারাদণ্ড হতে পারে।
“জনসাধারণের শৃঙ্খলার ক্ষতি করতে পারে এমন মিথ্যা সংবাদ বা গুজব প্রকাশ করা এমন একটি অপরাধ যা তিন বছরের কারাদন্ডে দন্ডিত হয়।” এর মধ্যে করোনাভাইরাস রোগের জন্য একটি ঔষধ আবিষ্কার সম্পর্কিত মিথ্যা দাবি করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post