জাতীয় সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, গতবছর বিদেশে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে ইমরান আহমদ জানান, সরকারের পদক্ষেপের ফলে বিদেশে ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে। গত অর্থবছর ১১ লাখ ২৫ হাজার ৮৩৩ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, জনশক্তি রপ্তানির জন্য ১৮টি দেশ এবং চীনের স্বায়িত্বশাসিত হংকং-এর সঙ্গে চুক্তি/সমঝোতা স্মারক রয়েছে। দেশগুলো হলো- কুয়েত, কাতার, ওমান, লিবিয়া, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জর্ডান, বাহরাইন, ইরাক, ইউএই, সৌদি আরব, ব্রুনাই, সিঙ্গাপুর, মরিশাস, কম্বোডিয়া, গ্রিস এবং জাপান।
এছাড়া ভবিষ্যতে মাল্টা, আলবেনিয়া, রুমানিয়াসহ ইউরোপের অন্যান্য দেশসমূহের সঙ্গে চুক্তি/সমঝোতা স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post