ওমানে মহামারী করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আজথেকে শুরু হচ্ছে দেশটির জাতীয় কোভিড -১৯ জরিপ। শনিবার (১১-জুলাই) ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনের এক বিবৃতিতে বলা হয়েছে যে, “কোভিড ১৯ সংক্রমণের অনুসন্ধানে জাতীয় জরিপ রবিবার ১২ জুলাই থেকে করোনার জাতীয় জরিপ (সেরোলজিকাল) শুরু করা হবে। ১০ সপ্তাহের মধ্যে সমীক্ষাটি পুরো ওমানে পরিচালনা করা হবে বলে আশা করা যাচ্ছে। পর্যায়ক্রমে প্রায় ৫০০০ নমুনা পরীক্ষা করা হবে। জরিপকালীন সময়ে ২০,০০০ নমুনা সহ প্রতিটি গভর্নর থেকে ৩৮০ থেকে ৪০০ নমুনা নেওয়া হবে।”
আরও পড়ুনঃ প্রবাসীদের বিষয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ওমানের সকল বিভাগে এই জরিপ পরিচালিত হবে। এতে প্রবাসীসহ সকল বয়সের নাগরিকদের নমুনা সংগ্রহ করা হবে। এই সমীক্ষার প্রধান লক্ষ্য হলো দেশটিতে কোন বয়সে করোনা সংক্রমণের হার বেশি তা নির্ণয় করা, পরীক্ষাগারে নিরীক্ষিত টেস্টগুলো পর্যবেক্ষণ করা, দেশের কোন স্তরে বেশি সংক্রমিত হয়েছে তার মাত্রা নির্ণয় করা ও লক্ষণ ছাড়াই সংক্রমণের হার এবং সংক্রমণের সংখ্যা অনুমান করা। এই রোগের মাত্রার উপর নির্ভর করে জীবনযাত্রার মান কীভাবে প্রভাবিত হয় তা নির্ধারণ করা ও মহামারী ছড়িয়ে পড়ার পর তার প্রভাবগুলি মূল্যায়ন হবে এই সমীক্ষার মূল লক্ষ্য।” ONA
আরও দেখুনঃ প্রবাসীদের পক্ষে কঠোর হুঙ্কার দিলেন ভিপি নুর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post