ওমানে এক লাফে আক্রান্ত কমেছে ৮০৬ জন। শনিবার দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ১০৮৩ জন। যা গতকালের তুলনায় ৮০৬ জন কম। দেশটিতে লাগাতার কয়েকদিন আক্রান্ত বাড়লেও আজ হঠাত উল্লেখযোগ্য পরিমাণ কম আক্রান্ত হওয়ায় কিছুটা স্বস্তির আভাস মিলছে ওমানে এমনটাই মনে করছেন প্রবাসীরা। শনিবার (১১ জুলাই) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ৭৮৬ জন ওমানি এবং ২৯৭ জন প্রবাসী।
গতকালের তুলনায় আজ মৃত্যুর হার ও অনেক কম। গত ২৪ ঘণ্টায় নতুন ৪ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে আজ, যা গতকালের মৃত্যুর তুলনায় অর্ধেক। নতুন ৪জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছে ১০৩০ জন। সুস্থতার দিকে গতকালের তুলনায় ১৭৪ জন কম সুস্থ হয়েছে আজ। আজকের আক্রান্ত সহ মোট আক্রান্ত ৫৪,৬৯৭ জন এবং সর্বমোট সুস্থ ৩৫,২৫৫ জন।
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ১২৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩০৫ জনে।
শনিবার (১১ জুলাই) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬২৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৮ হাজার ৩৪ জনে।
রক্তে অস্বাভাবিক মাত্রায় সুগার থাকলে করোনায় মৃত্যু ঝুঁকি দ্বিগুণেরও বেশি রক্তে অস্বাভাবিক উচ্চমাত্রায় সুগার রয়েছে কোভিড -১৯ আক্রান্ত এমন রোগীদের মৃত্যু ঝুঁকি দ্বিগুণেরও বেশি। চীনের গবেষকরা শনিবার এ কথা জানায়। বিজ্ঞানীরা প্রথমবারের মতো নিশ্চিত করতে পেরেছেন যে, হাইপারগ্লাইসোমিয়া আক্রান্ত রোগী যাদের ডায়াবেটিস ধরা পড়েনি তারা কোভিড -১৯-এ সর্বোচ্চ মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। ডায়াবেটোলজিয়া জার্নালে এই রিপোর্ট প্রকাশিত হয়।
আরও পড়ুনঃ ওমান থেকে দেশে আমদানি হচ্ছে এলএনজি, মিলবে গ্যাসের নতুন সংযোগ
উহানের দু’টি হাসপাতালে ৬০৫ জন কোভিড -১৯ রোগীর ওপর পরীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়া যায়। রিপোর্টে বলা হয়, উচ্চ রক্তচাপে মৃত্যুর ঝুঁকির সঙ্গে কোভিড -১৯ সংক্রমণ আলাদাভাবে মৃত্যু ঝুঁকি আরো বাড়িয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের ওপর পরিচালিত পূর্ববর্তী গবেষণার ওপর ভিত্তি করে এই গবেষণা চালানো হয়। এই জার্নালে মে মাসে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, ফ্রান্সের হাসপাতালগুলোতে ডায়াবেটিস রয়েছে এমন কোভিড -১৯ আক্রান্ত ১০ জনের ১ জন মারা গেছে। এই হার তুলনামূলকভাবে অন্য রোগীদের চেয়ে অনেক বেশি।
আরও দেখুনঃ প্রবাসীদের পক্ষে কঠোর হুঙ্কার দিলেন ভিপি নুর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post