বাংলাদেশ ছাড়া প্রবাসে কোনো দেশের রাজনৈতিক সংগঠন নেই। প্রবাসে বাংলাদেশ সমাজকল্যাণ সমিতি থাকতে পারে কিন্তু রাজনৈতিক সংগঠন নয়। রাজনৈতিক সংগঠন থাকার কারণে নিজেদের মধ্যে মারামারি ও কাটাকাটি হয়। পাশাপাশি দেশ থেকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব গেলে তাকে অপমানিত হতে হয়। তাই প্রবাসে বাংলাদেশের সব রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ দাবি জানান জার্মানি প্রবাসী সৈয়দ বদরুল হোসেন।
সৈয়দ বদরুল হোসেন বলেন, ‘আমি দীর্ঘ ৪১ বছর ধরে জার্মানে বসবাস করি। বিশ্বের অর্ধশত দেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে আমার। প্রবাসীদের নানা ধরনের সমস্যা দেখেছি। সেই সমস্যা থেকে আমি কিছু দাবি নিয়ে এখানে এসেছি। দাবির বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের পাসপোর্টের সঙ্গে আইডি কার্ডের ব্যবস্থা করে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে আনতে হবে।
ওই সব প্রবাসীর পরিবারকে এক লাখ টাকা প্রদান করতে হবে। প্রবাসীদের হয়রানি বন্ধের জন্য শুধু রাষ্ট্রদূত ও ফার্স্ট সেক্রেটারি ছাড়া অন্য সব কর্মচারীকে প্রবাসীদের থেকে নিয়োগ দিতে হবে। প্রবাসীদের দেশে ফেরত এনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ৬৫ বছরের ঊর্ধ্বে অসচ্ছল প্রবাসীদের পেনশনভাতা চালু করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post