দেশের এয়ারপোর্টগুলোতে যাত্রীদের নানা ভোগান্তি ও হয়রানির খবর প্রতিনিয়ত সংবাদে আসছে। এরপরেও দায়িত্বশীল কর্তৃপক্ষ পরিস্থিতির তেমন উন্নতি ঘটাতে পারছেন না। মাঝে মধ্যে এ নিয়ে দুর্ভোগ চরমে ওঠে। প্রবাসে কর্মরত বাংলাদেশিরা এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন। নতুন করে অভিযোগ উঠেছে, ইনভেস্টর ভিসায় বিদেশ যাত্রার ক্ষেত্রে এয়ারপোর্টে চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।
যাত্রীরা বলছেন, মন্ত্রণালয় এবং দুতাবাস থেকে বলা হচ্ছে ইনভেস্টর ভিসায় বিদেশ ভ্রমণে বিএমইটি কার্ডের প্রয়োজন নেই কিন্তু বিপত্তি বাদে টিকিট কাউন্টারে। প্রবাসী কল্যাণ সংস্থা বা ইমিগ্রেশনের কর্মকর্তারা যাত্রীদের না আটকালেও আটকে দিচ্ছে বিমানের টিকিট কাউন্টারগুলো। ভুক্তভোগী এক যাত্রী প্রবাস টাইমকে বলেন,
টিকিট কাউন্টারগুলো তাদের দায়িত্ব পালন না করে অতিরিক্ত টাকার জন্য উল্টো যাত্রীদের হয়রানি করা হচ্ছে।
গত এক সপ্তাহে বেশ কয়েকজন যাত্রী বিমানবন্দরে হয়রানির শিকার হয়ে অভিযোগ তুলেছেন। নানান অজুহাত আর কারণ দেখিয়ে টাকা না দেয়া পর্যন্ত তাদেরকে আটকে রাখা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিমানবন্দরে এয়ারলাইন্স কর্মী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং পুলিশের যোগসাজশে যাত্রীদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে।
দেশের চলমান ডলার সংকট মোকাবেলায় রিজার্ভ বাড়াতে যখন প্রবাসীদের কদর বাড়ছে ঠিক সেসময়ে নিজ দেশেই ভোগান্তিতে পরছেন রেমিট্যান্স যোদ্ধারা। সংশ্লিষ্টরা বলছেন, এমন হয়রানির ঘটনা বন্ধ না হলে তা দেশের আশু ভবিষ্যতের জন্যে বড় সংকট তৈরি করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post