ওমানে আক্রান্তের নতুন রেকর্ড করলো আজ। শুক্রবার একদিনেই নতুন শনাক্ত হয়েছে ১৮৮৯ জন, যা দেশটিতে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ৩৭১ জন। শুক্রবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ১২৬৮ জন ওমানি এবং ৬২১ জন প্রবাসী। অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ৮ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে আজ, যা গতকালের মৃত্যুর তুলনায় ৫জন বেশি। ওমানে গত ৭দিনেই মৃত্যু হয়েছে ৫১জনের। নতুন ৮জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৪জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছে ১২০৪ জন। সুস্থতার দিকে গতকালের তুলনায় ১৮৮ জন বেশি সুস্থ হয়েছে আজ। আজকের আক্রান্ত সহ মোট আক্রান্ত ৫৩,৬১৪ জন এবং সর্বমোট সুস্থ ৩৪,২২৫ জন।
ওমানে এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২১১ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন রোগী, এখন পর্যন্ত হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ৫০১ জন। যাদের মধ্যে ১৩০ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৩০ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে।
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত এবং মৃত্যু। সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭৫ জন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আরও পড়ুনঃ বিশ্বের ৫ম নিরাপদ দেশের তালিকায় ওমান
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৪৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ ১৮ হাজার ২৭২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯৪৯ জনের দেহে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ২৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৪০৬ জনে।
আরও দেখুনঃ প্রবাসীদের পক্ষে কঠোর হুঙ্কার দিলেন ভিপি নুর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post