ঢাকাই সিনেমায় নব্বই দশকের জনপ্রিয় নায়ক প্রয়াত মান্না। অসংখ্য ব্লকবাস্টার সিনেমায় দর্শক মাতিয়েছেন। তবে এ অভিনেতার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’ মুক্তি পায়নি। এ সিনেমায় শেষ দৃশ্যের কাজ করে যেতে পারেননি মান্না। তার আগেই চিরবিদায় নেন তিনি। এ কারণে পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় অভিনেতার শহীদ হওয়ার দৃশ্যটি সংযোজন করা হয়েছে।
তবে এবার মান্নাভক্তদের জন্য বড় সুখবর দিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, মৃত্যুর ১৫ বছর পর সিনেমাটি নতুন করে মুক্তির কথা ভাবছেন তিনি। এর আগে, একাধিকবার পরিকল্পনা করা হলেও ছবিটির মুক্তি পিছিয়ে গেছে। তবে আগামী ১৫ ডিসেম্বর এটি মুক্তি দেয়ার পরিকল্পনা চলছে। গণমাধ্যমকে সিনেমার প্রযোজক খোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটি মুক্তিযুদ্ধের সিনেমা। তাই মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চান। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। লীলামন্থন নাম দিয়ে এই সিনেমাটির কাজ শুরু হয়। ওই নামে ২০১১ সালে সেন্সরে জমা দেয়ার পর নাম নিয়ে আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। এরপর নানা জটিলতায় সিনেমাটি আর মুক্তি দেয়া সম্ভব হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post