তরুণ-তরুণীদের উপযুক্ত বয়সে বিয়ে ও জন্মহার বাড়ানোর লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে চীনের চাংশান প্রদেশ। তারা ঘোষণা দিয়েছে, কনের বয়স ২৫ বা তার কম হলেই মিলবে ১ হাজার ইউয়ান নগদ পুরস্কার। চাংশান অঞ্চল জানায়, পুরস্কারটি প্রথম বিবাহের জন্য। উপযুক্ত বয়সে বিবাহ ও সন্তান জন্মদানে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া। কারণ চীন বর্তমানে ক্রমহ্রাসমান জন্মহারের সাথে লড়াই করছে।
পাশাপাশি তরুণদের কীভাবে বিয়েতে আগ্রহী করা যায় তার উপায়ও অনুসন্ধান করছে দেশটি। পুরস্কারের সঙ্গে দম্পতিদের জন্য সন্তানের যত্ন ও শিক্ষা ভর্তুকির একটি সিরিজ ঘোষণার কথাও জানিয়েছে চাংশান অঞ্চল কর্তৃপক্ষ। বিবাহ কমে যাওয়ার কারণেই চীনে জন্মহার কমে গেছে। অন্যদিকে সরকারি কিছু নীতি অবিবাহিত নারীদের জন্য সন্তানধারণ কঠিন করে তুলেছে।
শিশুদের বড় করা ও দেখাশোনার খরচ বেড়ে যাওয়া এবং কর্মজীবনের জন্য সমস্যা মনে করায় চীনের অনেক নারীই অধিক সন্তান নিতে বা একেবারেই সন্তান গ্রহণে অনাগ্রহী হয়ে উঠেছেন। চীনে বিবাহের হার ২০২২ সালে রেকর্ড সর্বনিম্ন ৬৮ লাখে পৌঁছেছে। ১৯৮৬ সালের পর এটিই সর্বনিম্ন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post