দশ মিনিট ধরে বান্ধবীকে চুমু খাওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন চীনের ঝেজিয়াং প্রদেশের এক যুবক। জানা গেছে, চুমু খাওয়ার কারণে ওই যুবকের শ্রবণশক্তি হারিয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে গত ২২ আগস্ট এ প্রতিবেদনটি প্রকাশিত হয়।
এতে বলা হয়, ঝেজিয়াং প্রদেশের ওয়েস্ট লেকে ডেটিংয়ের সময় বান্ধবীকে চুমু খাওয়ার পর কানে ব্যথা অনুভব করেন ওই যুবক। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা ওই যুবকের কানের পর্দায় ছিদ্র দেখতে পান। চিকিৎসকরা জানান, চুমু খাওয়ার কারণে কানের ভেতরে বাতাসের চাপে দ্রুত পরিবর্তন ঘটায় এমন ঘটনা ঘটতে পারে। সঙ্গীর ভারী শ্বাস-প্রশ্বাসের কারণেও বাতাসের চাপের তারতম্য হতে পারে। এতেও ওই যুবকের কানের পর্দায় ছিদ্র হতে পারে।
চিকিৎসকরা বলছেন, ওই যুবককে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর সুস্থ হতে দুই মাসের মতো সময় লাগবে। এ ঘটনা নিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা সমালোচনা হচ্ছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ডুয়িনে এ ঘটনাটিতে প্রায় ১০ লাখ লাইক দেওয়া হয়েছে।
এ ঘটনা নিয়ে এক ব্যবহারকারী লেখেন, পৃথিবী এত বড় যে এটি অসংখ্য অদ্ভুত জিনিসের আবাসস্থল। আরেকজন ব্যবহারকারী লেখেন, এ জন্য আমি সঙ্গী চাই না। এটি বিপজ্জনক। চীনে এমন ঘটনা এ প্রথম নয়, ২০০৮ সালেও চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে বন্ধুকে চুমু খাওয়ার পর শ্রবণশক্তি হারান এক তরুণী। পরে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post