সোমবার (২৮ আগস্ট) পারস্য উপসাগরে পৃথিবীর বৃহত্তম অফশোর গ্যাস ক্ষেত্রের উদ্বোধন করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ২০১৮ সালে সাউথ পারস গ্যাস ফিল্ডের কার্যক্রম থেকে সরে যায় ফ্রান্সের প্রতিষ্ঠান টোটাল।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশের আসালুয়েহ বন্দরে উদ্বোধনী অনুষ্ঠানেরআয়োজন করা হয়। দীর্ঘ বিলম্ব এ প্রকল্পকে প্রেসিডেন্ট রাইসি ‘জটিল ও অনন্য’ বলে অভিহিত করেন। সঙ্গে জানান, এই অফশোর গ্যাসক্ষেত্র ইরানকে তার প্রয়োজনীয় সরবরাহের পাশাপাশি পারস্য উপসাগর অঞ্চলের প্রতিবেশীদের হিস্যা নিশ্চিত করবে।
ইরানের জ্বালানি তেল মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সাউথ পারস গ্যাস ফিল্ড প্রাথমিকভাবে প্রতিদিন এক কোটি ৫০ লাখ ঘনমিটার গ্যাস উৎপাদন করবে এবং পরবর্তী সময়ে তা প্রতিদিন পাঁচ কোটি ৬০ লাখ ঘনমিটার গ্যাস, ৫০ হাজার ব্যারেল কনডেনসেট গ্যাস ও ৭৫০ টন সালফারে উন্নীত হবে।
পারস গ্যাসক্ষেত্র ১৯৯০ সালে আবিষ্কার করে ইরানের জাতীয় জ্বালানি তেল কোম্পানি এনআইওসি। এতে ১৪ ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস ও ১৮ বিলিয়ন ব্যারেল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে বলে অনুমান করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post