মিলান থেকে আটলান্টাগামী ডেল্টা ফ্লাইটে শ্বাসকষ্টের কারণে ক্রুসহ ১১ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ডেল্টা ফ্লাইটের এক মুখপাত্র। বিমানটি অবতরণের পরপরই ডেল্টা কেয়ার টিমের সদস্যরা যতদ্রুত সম্ভব যাত্রীদের সাহায্যের জন্য এগিয়ে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেই হাসপাতালে নেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, বিমানে মোট যাত্রী ছিল ১৫১ জন এবং ক্রু ছিল ১৪ জন। তাৎক্ষণিকভাবে ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মোট কতজন আহত হয়েছেন এখনো তা সঠিকভাবে জানানো যায়নি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটলান্টা বিমানবন্দর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে যাওয়ার পর যাত্রীদের শ্বাসকষ্ট শুরু হয়। বিমানে পর্যাপ্ত ব্যবস্থা থাকার পরও কেনো এমন হলো তা জানতে ঘটনার তদন্ত করা হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ফ্লাইটে যাত্রীদের শ্বাসকষ্টের কারণ হচ্ছে ক্লিয়ার-এয়ার টার্বুলেন্স। জলবায়ু পরিবর্তনের কারণে সম্প্রতি প্রায় এমন ঘটনা ঘটছে বলে দাবি করছেন তারা
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলথেকে প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বুধবার (৩০ আগস্ট) ভোরে ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি ঝড় হারিকেন ফ্রাঙ্কলিন আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হচ্ছে বলে জানাযায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post