ওমানে মহামারী করোনার সংক্রমণ মাস্কাটে কমলেও আক্রান্ত বাড়ছে মাস্কাটের বাহিরের সহর বারকা, সোহার ও সালালাহ অঞ্চলে। বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী বারকা, সোহার ও সালালাহতে দিনদিন বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। মাস্কাটের বাহিরে এই কয়েটি অঞ্চলে সবচেয়ে বেড়েছে করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা পর্যবেক্ষণ অ্যাপ্লিকেশন তারাসুদের দেওয়া তথ্য অনুযায়ী ওমানের উত্তর বাতিনা সোহারে ৫ হাজার ৭২৫ জন করোনা পরীক্ষা করেছে যার মধ্যে করোনা পজিটিভ এসেছে দুই হাজার ৫ জন। যা ওই অঞ্চলে মোট পরীক্ষার ৩৫ শতাংশ। করোনা সংক্রমণে উত্তর বাতিনার সুইক শহরটিতে সোহারের পরেই অবস্থান। এখানে আক্রান্তের সংখ্যা এক হাজার ৩৪০ জন বা ২৩.৪ শতাংশ।
এদিকে ইতিপূর্বে মাস্কাটের পরেই সিব অঞ্চলে ছিলো সবচেয়ে বেশি আক্রান্ত। কিন্তু এখন সেই সিব অঞ্চলকে ছাড়িয়ে বারকায় সর্বাধিক সংখ্যক করোনা সংক্রমণের চিত্র উঠে এসেছে। বারকায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৯৯৬ জন বা ৮.৯৯ শতাংশ। রুস্তাকে আক্রান্ত হয়েছেন ৯৮০ জন, মুসানাতে আক্রান্ত হয়েছেন ৯৭৯ জন। সালালাহতে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের পরিমাণ বেড়েছে। এই অঞ্চলটিতে এক হাজার ৪২৫ জননের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ২৯৩ জন বা ৯০.৭ শতাংশ। ৮ই জুলাই পর্যন্ত ওমানের করোনা সংক্রমিত ব্যক্তিদের সংখ্যা ৫০ হাজার ২০৭ জন। এর মধ্যে ৩২ হাজার ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post