হাইকোর্ট জানিয়েছেন, কোনো স্ত্রীকে নির্যাতনের অভিযোগ থাকলেও সরাসরি ওই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা যাবে না। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য লাগবে প্রয়োজনীয় অনুমোদন। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক সোমবার এ সতর্কতা জারি করেছেন কলকাতা হাইকোর্ট।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে একটি নির্দেশিকা জারি করেন এর রেজিস্ট্রার জেনারেল চৈতালি চট্টোপাধ্যায়। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশিকায় পশ্চিমবঙ্গকে বলা হয়েছে, স্ত্রী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারের বিষয়ে পুরো রাজ্যের সব থানার পুলিশকে সতর্ক করতে হবে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভারতীয় দণ্ডবিধি ৪৯৮ (এ) ধারায় অভিযোগ এলে আগে গ্রেপ্তারের প্রয়োজনীয়তা নিয়ে পুলিশকে সন্তুষ্ট হতে হবে। কোন ক্ষেত্রে এবং কেন গ্রেপ্তার, পুলিশের কাছে সেই সংক্রান্ত একটি চেক লিস্ট বা মাপকাঠি থাকতে হবে। গ্রেপ্তারের বিষয়ে যথেষ্ট কারণ দেখিয়ে পুলিশকে আটক ব্যক্তির সঙ্গে ওই চেক লিস্ট পাঠাতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। বিচারক সেটি খতিয়ে দেখে অভিযুক্তের হেফাজতে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
পাশাপাশি, কেন অভিযুক্ত গ্রেপ্তার করা হচ্ছে না, তার কারণ দর্শিয়েও পুলিশকে অভিযোগের দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পুলিশ সুপারের (এসপি) কাছে তার প্রতিবেদন পাঠাতে হবে। ওই সময়ের মধ্যে অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে। এই নির্দেশের অন্যথা হলে পুলিশকে শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে কলকাতা হাইকোর্টের জারি করা সতর্কতায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post