চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার সকালে উপজেলার বড়তুলাগাঁও গ্রামের চাঁন্দার বাড়ির প্রবাসী বাহালুলের গৃহে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছলেও ততক্ষণে সবকিছু পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। ততক্ষনে অগ্নিকান্ডে ১৫লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
প্রবাসী বাহালুলের স্ত্রী শাকিলা বেগম জানান, অগ্নিকা-ের সূত্রপাতের সময় আমরা পরিবারের কেউ গৃহে ছিলাম না। অগ্নিকা-ের সঠিক কারণ বলতে পারছিনা। অগ্নিকান্ডে নগদ ১ লক্ষ টাকা, ৫ ভরি ওজনের স্বর্ণলংকার, আইপিএস, সৌরবিদ্যুৎ, ৪টি স্টিলের আলমারী, ফ্রিজ, হিটারসহ মূল্যবান আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়। আমরা এখন সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি।
মাহতাব মন্ডল কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জানান রহিমানগর রাস্তার বেহালদশার কারণে অগ্নিকান্ডস্থলে আমাদের পৌছতে কিছুটা বিলম্ব হয়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post