বাসে, ট্রেনে বা প্লেনে ভ্রমণের সময় পাশে বসা যাত্রী কাঁধের ওপর ঘুমিয়ে পড়েছেন— এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অনেকে। পাশের যাত্রীর এমন কাণ্ডে অনেকে বিরক্ত হন। আবার অনেকে হয়ত বলেন, থাক একটু ঘুমাক! তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাবওয়েতে এক ব্যক্তি তার কাঁধের ওপর ঘুমানোয় সহযাত্রীর ওপর এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে, তাকে মেরে রীতিমতো অজ্ঞান করে দিয়েছেন তিনি। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, কনুই দিয়ে পাশের যাত্রীকে বেশ জোরে আঘাত করছেন ওই ব্যক্তি।
বিরক্ত ওই ব্যক্তি তার মুখোমুখি বসা কারও সঙ্গে তর্ক করছেন। এরপর যে যাত্রী তার কাঁধের ওপর ঘুমিয়েছিলেন— তিনি তখন কিছু একটা বলেন। তখন ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে রাগারাগি করতে থাকেন। এসময় তিনি তার কনুই দিয়ে ওই যাত্রীর মুখে কয়েকবার আঘাত করলে আক্রান্ত ব্যক্তি জ্ঞান হারান।
ওই যাত্রীকে আঘাত করার পরই সামনে বসা তার বন্ধু আঘাতকারী ব্যক্তিকে মারধর শুরু করেন। এরপর কিছুক্ষণ তাদের মধ্যে হাতাহাতি চলে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, হামলার শিকার ব্যক্তিরা পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post