ওমানে অবৈধভাবে মৎস শিকারের অভিযোগে ৯ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কৃষি, মৎস ও পানিসম্পদ মন্ত্রণালয়ের এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই ৯ প্রবাসী দক্ষিণ আল শারকিয়্যাহ অঞ্চলে মাছ শিকার করছিলেন।
জাতীয় গণমাধ্যম টাইমস অফ ওমান এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, একদল মৎস সংরক্ষণ কর্মীদের চালানো অভিযানে ৩টি মাছ ধরার নৌকাসহ ৯ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কোনোরূপ অনুমতি না নিয়েই মাসিরাহ প্রদেশের সমুদ্র অঞ্চলে মাছ শিকার করছিলো।
গ্রেপ্তারের পর ওই ৯ প্রবাসীর বিরুদ্ধে মন্ত্রণালয় থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post