জাতীয় শোক দিবসের দিনে পার্টি করায় সমালোচিত বিমানের ফ্লাইট পার্সার মো. গোলাম দস্তগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) বিমানের প্রশাসন পরিদপ্তরের তদন্ত শাখার এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। এর আগে ২৪ আগস্ট বিমানের এমডি ও সিইও মো. শফিউল আজিম তার সাময়িক বরখাস্তের সুপারিশে স্বাক্ষর করেন।
সাময়িক বরখাস্তের নোটিশে বলা হয়, আপনার বিরুদ্ধে এ মর্মে অভিযোগ পাওয়া যায় যে, আপনি গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয়োজনে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। উল্টো ১৫ আগস্ট সন্ধ্যা ৬টায় রাজধানীর বারিধারা ক্লাবে ‘টিম দর্শনীয়’র একটি আলোচনা সভা এবং নৈশভোজের আয়োজন করেন।
জাতীয় শোক দিবসে বিমানের ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ না করে আপনার বারিধারা ক্লাবে নৈশভোজের আয়োজন করা গ্রহণযোগ্য নয়। আপনার এমন কর্মকাণ্ড বাংলাদেশ বিমান কর্পোরেশন কর্মচারী আইনের পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। ‘এমতাবস্থায় আপনাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
এর আগে জাতীয় শোক দিবস ১৫ আগস্টের রাতে ক্লাব পার্টির আয়োজন করায় দস্তগীরকে শোকজ করা হয়। এছাড়া বিমান ক্রুদের সংগঠনের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট দস্তগীর। এ অনুষ্ঠানে ক্রুরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় ২০ আগস্ট তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post