ওমানের মাস্কাটের বাণিজ্যিক কেন্দ্রগুলিকে জীবাণুমুক্ত করার জন্য মাস্কাট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নতুন নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (৭-জুলাই) মাস্কাট সিটি কর্পোরেশনের অনলাইনে জারি করা এক বিবৃতিতে বাণিজ্যিক কেন্দ্রগুলিতে জীবাণুমুক্তকরণ সংক্রান্ত গাইডলাইন দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে যে, বাণিজ্যিক কেন্দ্রগুলোতে প্রবেশের আগে স্যানিটাইজার দিতে হবে। প্রতিষ্ঠানের এস্কেলেটর পরিষ্কার করা ও নিয়মিত লিফটের বোতাম পরিষ্কার করা। টয়লেটগুলিতে জীবাণুনাশক স্প্রে করা ও কর্মীদের সাবান ও পানি দিয়ে ভালো ভাবে হাত ধৌত করা। এ ছাড়াও নিয়মিত ইউনিফর্ম বা কাজের পোশাক জীবাণুমুক্ত করা। নিয়মিত ব্যবহৃত তোয়ালে পরিবর্তন করা বা ধুয়ে ফেলা বা জীবাণুমুক্ত করা। সুত্রঃ টাইমস অব ওমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post