প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে কম সাড়া পাচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। ১ কোটি ৪৯ লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে মাত্র ২০৯ জন জাতীয় পেনশন কর্মসূচীর প্রবাস স্কিমে তাদের কিস্তির টাকা জমা দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন স্কিমে প্রায় ৮ হাজার ২৩১ জন তাদের অর্থ জমা দিয়েছেন। এর মধ্যে প্রগতি স্কিমের আওতায় ৪ হাজার ৩৭১ জন, সুরক্ষায় ২ হাজার ৭৪১ জন, সমতা স্কিমে ৯১০ জন এবং প্রবাসে ২০৯ জন তাদের চাঁদা দিয়েছেন।
পেনশন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ‘অনেকেই রেজিস্ট্রেশন করছেন। কিন্তু আমরা এই রেজিস্ট্রেশন সংখ্যাকে প্রকৃত সংখ্যা হিসেবে বিবেচনা করি না। আমরা দেখছি কতজন লোক নির্দিষ্ট কর্মসূচির বিপরীতে অর্থ জমা করেছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post