মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ৩৮ বছর বয়সী এক নারী দীর্ঘতম দাড়ির বিশ্ব রেকর্ড গড়েছেন। এনডিটিভি জানিয়েছে, ইরিন হানিকাট প্রায় দুই বছর ধরে দাড়ি কাটেননি। বর্তমানে তার দাড়ির দৈর্ঘ্য ১১ দশমিক ৮ইঞ্চি বা ২৯ দশমিক ৯ সেন্টিমিটার।
তার মুখে দাড়ির অত্যধিক বৃদ্ধি হবার কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এর ফলে হরমোনের ভারসাম্যহীনতার কারণে ছেলেদের মত দাড়ি গজিয়ে থাকে। ১৩ বছর বয়স থেকেই তার মুখে দাড়ি বাড়তে শুরু করে। ইরিন জানান, আমাকে দিনে তিনবার দাড়ি কাটতে হত। পরে কোভিড লকডাউনের সময় আমি শেভিং করা বন্ধ করে দাড়ি বাড়ানোর সিদ্ধান্ত নেই।
তিনি বলেন, আমি কখনই ভাবিনি যে আমি এমন একটি লক্ষ্য অর্জন করতে পারব। এটি একটি চমৎকার জিনিস। এর আগের রেকর্ডটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫ বছর বয়সী ভিভিয়ান হুইলারের। তার দাড়ির দৈর্ঘ্য ছিল ২৫ দশমিক ৫ সেন্টিমিটার।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post