ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৬০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান বেসরকারি সংস্থার জাহাজ হিউম্যানিটি-১। গত বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় সেন্ট্রাল ভূমধ্যসাগরের মাল্টিজ অঞ্চলে নৌকাটিকে দেখতে পায় এস ও এস হিউম্যানিটির উদ্ধারকারী জাহাজের নাবিকরা। পরে নৌকাটি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। ইনফোমাইগ্রেন্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হিউম্যানিটি-১’র নাবিকেরা জানিয়েছেন, অভিবাসী বোঝাই নৌকাটিতে কোনো লাইফ জ্যাকেট ছিল না। ছিল না জীবন রক্ষাকারী কোনো সরঞ্জাম। তবে কোনো দুর্ঘটনা ছা্ড়াই এক ঘণ্টার অভিযানে নৌকায় থাকা সব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে জাহাজে তোলা সম্ভব হয়েছে।
উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন, তাদের নিয়ে আসা কাঠের নৌকাটি গত মঙ্গলবার সন্ধ্যায় লিবিয়ার উপকূল থেকে ছেড়ে আসে। অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগ বাংলাদেশি, তাদের সঙ্গে দুই জন শিশু রয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানান হয়নি। উদ্ধারের পর সব অভিবাসনপ্রত্যাশীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে হিউম্যানিটি-১।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post